302016

মালিকের দুই শিশুকে বিষাক্ত সাপের মুখ থেকে বাঁচাতে মৃত্যুপথে কুকুর

আন্তর্জাতিক ডেস্কঃ কুকুর যে প্রভুভক্ত, নিজের প্রাণকে বলি দিয়ে ফের তার প্রমাণ দিল নয় মাসের পিটবুলন জিয়াস। বিশ্বের দ্বিতীয় বিষাক্ত সাপের মুখ থেকে বাড়ির দুই শিশুকে বাঁচাতে নির্ভয়ে এগিয়ে যায় সে।

প্রায় চার বার বিষাক্ত কোরাল ছোবল মারে কুকুরের গায়ে। তবু প্রাণ থাকা পর্যন্ত লড়াই করে যায় সাপটির সঙ্গে। সাপটির ধড় থেকে মাথা আলাদা করে দেয় সে। তারপরই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় জিয়াস। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডাতে। আবেগাছন্ন হয়ে এই ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন বেঁচে যাওয়া শিশুদের মা।

তিনি জানান, কোরাল সাপের মুখ থেকে আমার সন্তানকে রক্ষা করে জিয়াস। এখন তার শরীরের আশঙ্কাজনক অবস্থা। যারা পিটবুলকে ঘৃণা করেন তাদের জন্য এই পোস্ট। পিটবুলকে না ভালোবাসলে আপনি আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন। কারণ এই কুকুর আমার সন্তানকে বাঁচিয়েছে।

ফক্স নিউজকে গৃহকর্তা জানিয়েছেন, আমার ছেলেকে বাঁচাতে সাপটির সঙ্গে লড়াই করে জিয়াস। কোরাল সাপটি চারবার ছোবল মারে তাকে। আমরা যখন সাপটিকে খুঁজে পাই তখন দেখি সাপটির মাথা নেই।

ad

পাঠকের মতামত