298099

মোদির জয়ে সুর পাল্টালেন এই তারকারা

বলিউডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশ জনপ্রিয়তা। নির্বাচনের আগে অক্ষয় কুমার ও কঙ্গনা রনৌতসহ অনেক তারকাকেই দেখা গেছে, রীতিমতো বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করতে। এখন তো টানা দ্বিতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মোদি। স্বাভাবিকভাবেই তার প্রতি আরও বেশি আগ্রহ থাকবে তারকাদের। অনেকেই আছেন নির্বাচনের আগে চুপ ছিলেন। মোদি জেতার পর বিজেপির পক্ষে সরব হয়েছেন তারা। মোদিকে শুভেচ্ছাও পাঠিয়েছেন।

মোদিকে অভিনন্দন জানিয়েছেন আশা ভোঁসলে। বিজেপিরও প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি এই শিল্পী। অথচ নির্বাচনের আগে কোনো কথাই বলেননি তিনি।স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করার কথা কঙ্গনা রনৌতের। সেটাই করেছেন তিনি। বৃহস্পতিবার ‘পিএম নরেন্দ্র মোদির’ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে বলেছেন, ‘‘গণতন্ত্রের সর্বাধিক যোগ্য প্রার্থী নরেন্দ্র মোদি।’’

মোদি বিপুল ভোটে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসায় কঙ্গনা খুশি। কঙ্গনার বোন রঙ্গোলিও টুইট করে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সালমান খান। টুইটারে তিনি অভিনন্দন জানিয়েছেন মোদিকে। বাদ যাননি বরুণ ধাওয়ান, অভিষেক বচ্চন, পরিণীতি চোপড়ারাও। অথচ নির্বাচনের আগে তেমন কথা বলতে দেখা যায়নি তাদের

বিজেপির গুড বুকে নাম তুলতে উৎসাহী আরও অনেকেই। বুধবার পর্যন্তও নির্বাচন নিয়ে একতা কাপুরকে তেমন কোনো পোস্ট দেননি। কিন্তু মোদির বিজয়ে অভিনন্দন জানাতে দেরি করেননি তিনি। বাবা জিতেন্দ্রর সঙ্গে মোদির ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ad

পাঠকের মতামত