292339

তাসকিনের কান্নাকে ‘শিশুসুলভ আচরণ’ বললেন সুজন

বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই আলোচনায় তাসকিন আহমেদ। স্কোয়াডে না থাকার প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে কেদে ফেলেন এই ডানহাতি ফাস্ট বোলার। তার কান্না ভালো লাগেনি খালেদ মাহমুদ সুজনের। সুজন বলেন, ‘যেভাবে এটা মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে আমি মনে করি, এটা যেকোনো ন্যাশনাল প্লেয়ারের জন্য ডিসগ্রেস। এটা শিশুসুলভ আচরণ।’

তাসকিনকে মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘মেন্টালিটির দিক থেকে আমাদের শক্তিশালী হতে হবে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলি। এখানে তো অনেক কঠিন অবস্থা আসবে, এখানে যদি আপনি হেরে কাঁদেন… কঠিন অবস্থা হ্যান্ডেল করতে হবে।’

তাসকিনের কান্না নিয়ে সুজন আরও বলেন, ‘আমি খুব কাছের মানুষের সাথে বিষয়গুলো শেয়ার করব। কাছের মানুষ বলতে আমার বাবা-মা ফ্রেন্ডস-ফ্যামিলি, যারা খুব ক্লোজ। কিন্তু এটা পাবলিকলি আসা ঠিক না। আমি সবসময় তাসকিনকে অন্য চোখে দেখি, খুব ছোট থেকে তাসকিনকে দেখে এসেছি। আমার কাছে ভালো লাগেনি। হিজ গ্রোন আপ। হিজ নো মোর আন্ডার নাইন্টিন। প্লেয়ারের খারাপ সময় যাবে, খারাপ হবে, ভালো হবে। সিলেক্টররা একটা মাত্র কারণেই ওকে আটকে রেখেছে, সেটা হচ্ছে ফিটনেসের ব্যাপারে।’

ad

পাঠকের মতামত