290531

রাখে আল্লাহ মারে কে (ভিডিও)

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি রাস্তায় একজন শ্রমিককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি গাড়ি। গাড়ির ধাক্কা এতটাই জোড়ালো ছিল যে ওই ব্যক্তি গাড়ির একপাশ থেকে উড়ে গিয়ে আরেক পাশে ছিটকে পড়েন। পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ মার্চ ঘটেছে ঘটনাটি। আহত ব্যক্তির নাম জোলেলে ফিনডেলা। দ্রুত গতিসম্পন্ন গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

দুর্ঘটনার সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন লিন্ডন ড্যামেলিয়ন নামে এক ব্যক্তি ও তার পরিবার। দুর্ঘটনা ঘটার পুরো সময়টুকু তাদের গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়ে।ড্যামেলিয়ন জানান, ঘটনাটি দেখে তারা হতভম্ব হয়ে পড়েছিলেন। এমনকি তারা সবাই কেঁদে ফেলেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইন অনুযায়ী রাস্তাটিতে গাড়ির গতির সর্বোচ্চ সীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু ধাক্কা দেওয়া গাড়িটির গতি ৮০ কিলোমিটারের চেয়েও অনেক বেশি ছিল। কারণ গাড়িটি একটি লরিকে ওভারটেক করে সামনে যেতে চেয়েছিল।দুর্ঘটনার পর আহত ওই শ্রমিককে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশ এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।

https://www.youtube.com/watch?v=B0yCGsUItEw

ad

পাঠকের মতামত