290137

আইপিএলে বসে থেকে ‘ভিন্ন শিক্ষা’ পাচ্ছেন সাকিব

আইপিএলের দ্বাদশ আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন সাকিব আল হাসান। তবে সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা নিজ দলের প্রথম ম্যাচটি খেলার পর থেকেই একাদশের বাইরে। সাকিবকে বাইরে রেখে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে হায়দরাবাদ। বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মাঠের বাইরে বসে থাকার এই হতাশাটা লুকাতে পারেননি। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, এবারের আসর ভিন্ন অনেক অভিজ্ঞতাই দিচ্ছে তাকে।

গেল আইপিএলে হায়দরাবাদের রানার্সআপ হওয়ার পেছনে বেশ বড় অবদান ছিল সাকিবের। তবে এবারের আসরে টিম কম্বিনেশনের কারণে প্রথম ম্যাচের পরই একাদশের বাইরে চলে যান সাকিব। বিদেশি কোটায় দলটির একাদশে নিয়মিত খেলছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, রশিদ খান ও মোহাম্মদ নবী। চারজনই এখনো পর্যন্ত দুর্দান্ত। সাকিব ও কেন উইলিয়ামসনের মতো তারকার তাই সময় কাটছে ডাগ আউটে।

সাকিব বলছেন, ‘‘সব বিদেশি খেলোয়াড়ই দারুণ খেলছেন। যখন আপনি খেলতে পারবেন না তখন সেটা অবশ্যই হতাশার। কিন্তু আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে। টিম ম্যানেজমেন্টের জন্যও অনেক কঠিন বিষয়। মোমেন্টামটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমরা বিশ্বাস করি গতবারের চেয়ে শক্তিশালী দল হিসেবে আমরা সেটি করে যেতে পারছি।’’

২৪ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হায়দরাবাদের হয়ে একমাত্র ম্যাচটি খেলেছেন সাকিব। ব্যাটিং নামার সুযোগ মেলেনি। বল হাতে ৩.৪ ওভার বল করে ৪২ রান খরচায় নেন ১ উইকেট। ম্যাচটা হারে হায়দরাবাদ। এরপর থেকেই দলের বাইরে সাকিব।

তবে যে কোনো মুহূর্তেই সুযোগ মিললে যাতে সেটি কাজে লাগাতে পারেন সে জন্য নিজেকে তৈরি রাখছেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার বলছেন, ‘‘যে কোনো ‍মুহূর্তে সুযোগের জন্য আমার ফিট থাকাটা এবং তৈরি থাকাটা জরুরি। এরপরই (আইপিএলের পর) বিশ্বকাপ। এর মধ্যে থেকেই তাই অনেক বেশি প্রেরণা খুঁজে নিচ্ছি আমি। আমার সুযোগ যখনই আসুক সেটা দুহাত দিয়ে কাজে লাগাতে চাই। নিজেকে তৈরি রাখতে আমি সবকিছু করছি। সাধারণত আমি যেমন অনুশীলন করি তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করছি।’’

এরপরই বললেন বাইরে বসে থাকার কঠিন বাস্তবতার কথা, ‘‘বাইরে বসে যখন আমি ম্যাচগুলো দেখছি তখন সেটা আমাকে ভিন্ন অনুভূতির দিচ্ছে। আমি সাধারণত সব ম্যাচই খেলে থাকি। তাই আমার জন্য এটি একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। প্রতিদিনই এটা নতুন কিছু শেখার সুযোগ করে দিচ্ছে আমাকে।’’

ad

পাঠকের মতামত