281781

টস হেরে ব্যাট করছে দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক: ইডেন গার্ডেনে দিনের প্রথম ম্যাচ শেষ হওয়ার আগেই মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়ে যায় স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স এবং এবারের আইপিএলে পুরনো ফ্রাঞ্চাইজি নতুন নামে আসা দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। টস তো হয়ে যায় তারও আগে। সেখানে কয়েন নিক্ষেপে জিতলেন রোহিত শর্মা এবং সিদ্ধান্ত নিলেন ফিল্ডিং করার। আমন্ত্রণ জানালেন দিল্লিকে, ব্যাট করার জন্য।

দিল্লি ক্যাপিটালস গত বছর আইপিএলের মাঝপথেই অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় শ্রেয়াস আয়ারের নাম। এবারও তারা স্রেয়াশকেই রেখে দিয়েছে অধিনায়ক হিসেবে। নতুন নামে দলটি এবারের আইপিএলে এসেছে। পরামর্শক হিসেবে নিয়েছে কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলিকেও। কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং।
এ রিপোর্ট লেখার সময় দিল্লি ক্যাপিটালসের রান ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫। ১৩ রান নিয়ে শিখর ধাওয়ান এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন কলিন ইনগ্রাম। পৃত্থি শ আউট হন ৭ রান করে এবং ১৬ রান করে আউট হন স্রেয়াশ আয়ার।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ-রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, বেন কার্টি, মিচেল ম্যাকক্লেনঘান, রাশিখ সালাম এবং জসপ্রিত বুমরাহ।

দিল্লি ডেয়ার ডেভিলস-শিখর ধাওয়ান, পার্থিব প্যাটেল, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, কিমো পল, অক্ষর প্যাটেল, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, ইশান্ত শর্মা।

ad

পাঠকের মতামত