262553

পালিয়ে বিয়ে নয়, ‘ভালোবাসা দিবসে’ শপথ নেবে ১০ হাজার যুগল!

ডেস্ক রিপোর্ট।। ‘প্রেম করব যেথা সেথায় … বিয়ে করব বাপের কথায়।’ সমাজে এমন একটি কথা প্রচলিত আছে। তবে এবার ব্যাপারটা মোটেই সেরকম নয়। মনের মানুষের দেখা পেলেও পরিবারের সম্মতিতে তবেই বিয়ে। আসছে ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবসে’ এমন শপথ নেবে ভারতের গুজরাটের ১০ হাজার যুগল। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে ভ্যালেন্টাইনস ডে-তে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। এর উদ্দেশ্যই হলো- অল্পবয়সী ছেলেমেয়েরা যাতে হুট করে বিয়ের সিদ্ধান্ত না নেয়। তাদের সচেতন করে তোলার চেষ্টা করার জন্যই এই অনুষ্ঠান।

লাফটার থেরাপিস্ট কমলেশ মসালাওয়ালার সংগঠন ‘হাস্যমেভ জয়তে’ এই শপথগ্রহণ অনুষ্ঠানের উদ্যোক্তা। এ ব্যাপারে কমলেশ মসালাওয়ালা বলেছেন, ‘আজকাল অল্পবয়সী অনেক ছেলেমেয়েই প্রেমে পড়ে। তার পর আগেপিছে না ভেবে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সেসব সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হয় না। তাই পরিবারের অমতে বিয়ে করা ঠেকাতেই এই উদ্যোগ।’

ad

পাঠকের মতামত