251517

সেই শিশুটিকে দত্তক নিলেন গৃহবধূ নার্গিস

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকণীকোনা গ্রামের মানসিক ভারসাম্যহীন তরুণীর পিতৃপরিচয়হীন শিশুটিকে দত্তক নিলেন একই গ্রামের প্রাইভেটকার চালকেরী স্ত্রী নার্গিস আক্তার।শনিবার বিসকা ইউপি চেয়ারম্যান আব্দুছ ছালামের তত্ত্বাবধানে নার্গিস আক্তার শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করলে এলাকার লোকজনের উপস্থিতিতে তার হাতে তুলে দেয়া হয়।এলাকাবাসী জানান, ৪/৫ মাস আগে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন তরুণী উপজেলার কাশীগঞ্জ বাজারে অবস্থান নেয়। সে ওই বাজারের দোকানের বারান্দায় ও ব্রিজের ওপর থাকতো এবং বাজারের হোটেলগুলোতে ও মানুষের কাছে চেয়ে চেয়ে খাবার খেতো। মেয়েটি অন্তঃসত্ত্বা ছিলো।

গত বুধবার ওই তরুণী একটি কন্যা শিশুর জন্ম দেয়। শিশুটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা। কেউ কেউ শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করে। শনিবার ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে গৃহবধূ নার্গিস আক্তার এই পিতৃপরিচয়হীন শিশুটিকে দত্তক নেন।

ad

পাঠকের মতামত