248345

প্রথম রাতে বিড়াল মারার মতো কঠিন উদ্যোগ আসছে

নতুন মেয়াদে দায়িত্ব পালনে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল তিনি বলেছেন, ‘প্রথম রাতে বিড়াল মারার মতোই’ এ বিষয়গুলোতে নজর দিতে হবে। সেতুমন্ত্রী গতকাল দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরো বলেন, ‘পারিনি বলেই তো নতুন করে উদ্যোগ নিচ্ছি, পারিনি কিছুই—এমন তো নয়। সড়ক যোগাযোগে যে উন্নয়ন হয়েছে, ইতিহাসে এটা স্বীকার করতে হবে, এটা বৈপ্লবিক উন্নয়ন; যেটা আগে কখনো ঘটেনি। সরকারের এই মেয়াদে দেশের সড়ক-মহাসড়ক এবং গণপরিবহনে শৃঙ্খলা বিধান মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান ওবায়দুল কাদের। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, সড়ক ও পরিবহনে বিশৃঙ্খলা থাকলে নতুন নতুন সড়ক বা সেতু করে কোনো লাভ হবে না। তিনি বলেন, ‘আট লেনের রাস্তা করলাম, সেখানে শৃঙ্খলা নেই, সুফল তো দিচ্ছে না। সবাইকে নির্দেশনা দিয়েছি। শৃঙ্খলার বিষয়টা প্রথম দিকেই করতে হবে, পরে আবার পলিটিক্যাল বিষয় আসবে, চাপ আসবে। প্রথম রাতে বিড়াল মারার মতোই এ বিষয়গুলো নজর দিতে হবে।’ সূত্র: কালের কন্ঠ

ad

পাঠকের মতামত