248305

এই প্রথম ৪ মহিলা জুয়াড়ীর কারাদণ্ড!

নিউজ ডেস্ক।। রংপুরের পীরগঞ্জে এই প্রথম ৪ মহিলা জুয়াড়ীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জুয়াড়ীদের প্রত্যেককে ৩ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।পুলিশ জানায়, উপজেলা সদরের সর্দারপাড়া/ শাপলাপাড়া আছিয়া কমপ্লেক্সের সামনে এক বাসায় গত বুধবার রাতে স্থানীয় মহিলারা তাস জুয়া (লেপ্পু, হাজারী) খেলছিল। এ সময় থানার এএসআই মাসুদ সরকারের নেতৃত্বে ওই জুয়া আসরে অভিযান চালিয়ে কাঞ্চন বেগম, রওশন আরা, দুলালী ও পারভীন বেগমকে গ্রেফতার করে।

এ ঘটনায় উপজেলা সদর টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। ভ্রাম্যমান আদালত চলাকালীন অসংখ্য মানুষের ভীড় সামলাতে পুলিশ হিমশিম খায়। ইউএনও টিএমএ মমিন বলেন, চাকরী জীবনে এই প্রথম মহিলা জুয়াড়ীর কারাদন্ড দিলাম। এটি সমাজের জন্য নৈতিক অবক্ষয়। এ রায়ের মাধ্যমে অপরাধী এবং সম্ভাব্য অপরাধীরা সাবধান হবেন বলে আশা করি।

ad

পাঠকের মতামত