246786

২৬ কোটি টাকা একটি মাছের দাম!

আন্তর্জাতিক ডেস্ক : একটি মাছের দাম সর্বোচ্চ কত পারে? তাও আবার টুনা মাছ! এ মাছের আরেক নাম টুনি মাছ, ছোট আকৃতির কারণেই হয়তো এ নামে ডাকা হয়। কিন্তু এ মাছ শুধু ছোটই থাকে না, অনেক সময় এর ওজন ছাড়িয়ে যায় কয়েকশ কেজি পর্যন্ত। জাপানে তেমনি এক টুনা মাছের দাম পড়ল ৩১ লাখ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২৬ কোটি টাকা।খবর- বিবিসি বাংলা

বিবিসি জানায়, জাপানের জনপ্রিয় সুশি খাবারের চেইনশপ সুশি জানমাই এ মাছ কিনে নেয়। টোকিওতে মাছের বাজারের নতুন বছরের প্রথম নিলামে বিপুল মূল্যে এ মাছ বেচাকেনা হয়। চেইনশপটির ডিরেক্টর কিয়োশি কিমুরা ২৭৮ কেজি ওজনের এ টুনা মাছ কিনে নেন। বৃহদাকার টুনা মাছ কেনাই তার এক ধরনের নেশা বলা যায়। এমনকী নিজেকে তিনি ‘টুনা কিং’ পর্যন্ত দাবি করে থাকেন।

বৃহদাকার টুনা মাছের দাম স্বাভাবিকভাবেই আকাশচুম্বীই হয়ে থাকে। তার ওপরের এবারের মাছটি দুর্লভ প্রজাতি নীল ডানাওয়ালা টুনা মাছ। এর আগে ২০১৩ সালে ১১ কোটি ৭৪ লাখ টাকা রেকর্ড মূল্যে টুনা মাছ বেচাবিক্রি হয়েছিল। এবার দ্বিগুণ মুল্যেরও বেশি টাকায় মাছ কিনে সে রেকর্ড ভাঙলেন কিয়োশি। গত আট বছরের মধ্যে সাতবারই সর্বোচ্চ নিলাম ডেকে সবচেয়ে বড় টুনা মাছটি কিনেন তিনি। কিয়োশি বলেন, ‘স্বাভাবিকভাবে দামটা অনেক বেশি হলেও আশা করি আমাদের গ্রাহকেরা এ টুনা মাছের প্রতি দারুণভাবে আকৃষ্ট হবে।’

ad

পাঠকের মতামত