193237

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রক্টর অফিসে হামলার ঘটনায় মামলা দায়েরের পর প্রক্টরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

বুধবার প্রক্টর অফিসে হামলার ঘটনায় অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলার খবরে তারা টিএসসি এলাকায় বিক্ষোভ দেখায়। রাত পৌণে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলে।

সেসময় তারা প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর পদত্যাগ ছাড়াও এক ছাত্রলীগ নেতার বহিষ্কার এবং মামলা প্রত্যাহারের দাবি জানায়।

একই দাবিতে নিপীড়নবিরোধী ছাত্রদের ব্যানারে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার কলেজ অধিভুক্তির প্রতিবাদে সাধারণ ছাত্রদের বিক্ষোভ চলার সময় কয়েকজন ছাত্রলীগ নেতা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। তখন প্রক্টর অফিসেও গোলযোগের ঘটনা ঘটে।

ad

পাঠকের মতামত