193169

পুলিশের কাছে আত্মসমর্পণ, ১১ জন পেলেন পুরস্কার

জেলা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে পুরস্কার পেয়েছেন ১১ জন মাদক ব্যবসায়ী।

এক নারী মাদক ব্যবসায়ীসহ আত্মসমর্পণ করা ওই ১১ জন মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের উদ্যোগ নেয় বরগুনা জেলা পুলিশ।

পুনর্বাসন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর দেড়টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ওই ১১ জন মাদক ব্যবসায়ীর মধ্যে সাতজনকে একটি করে সেলাই মেশিন, তিনজনকে একটি করে ভ্যানগাড়ি এবং একজনকে একটি চায়ের দোকানের উপকর বিতরণ করেন বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ ও বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ।

পুলিশ সুপার বিজয় বসাক জানান, স্বেচ্ছায় আত্মসমর্পণ করা বরগুনার সকল মাদক ব্যবসায়ী ও সেবীদের জেলা পুলিশের পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে এবং আত্মসমর্পণ করা মাদকসেবী এবং ব্যবসায়ীরা যাতে পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের নিয়মিত পুলিশি নজরদারিতে রাখা হবে।

তিনি বলেন, আত্মসমর্পণ করা মাদকসেবী ও ব্যবসায়ীদের মধ্যে যাদের নামে মাদকের মামলা রয়েছে তাদের আইনি সহায়তা দেয়া হবে।

ad

পাঠকের মতামত