193081

নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত দু’জনের ছবি শনাক্ত

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে দুজনের ছবি শনাক্ত হয়েছে।

র‌্যাব বলছে, নাখালপাড়ায় অভিযানে নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় মিললেও বাকি দুজনের পরিচয়ে মেলেনি। তবে ছবি সনাক্ত করা গেছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, নাখালপাড়ার অভিযানে নিহত দু’জনের ছবি শনাক্ত করা গেছে। তাদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি নাখালপাড়া জঙ্গি আস্তানায় নিহত একজনের নাম-পরিচয় শনাক্ত করেছে র‌্যাব। তার নাম মেজবা উদ্দিন। তার বাবার নাম এনামুল হক ও মা তাহমিনা আক্তার। বাড়ি কুমিল্লায়। আস্তানায় জাহিদ নামে দুটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। পরিচয় পত্র দুটিতে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং পরিচয়পত্রটি ভূয়া বলে ধারণা করা হয়। কিন্তু কথিত জাহিদের ফিংগার প্রিন্ট একটি জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলে যায়। প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার মূল নাম মেজবা উদ্দিন।

ad

পাঠকের মতামত