193066

খুনি শনাক্ত সেলফি দেখে

কানাডায় বান্ধবীকে খুনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর নাম শেয়েনি রোজ আঁতোয়াঁ।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি সেলফি দেখে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার দুবছর পর গ্রেফতার ওই তরুণীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে কানাডার সাস্কাটচেওয়ানের সাস্কাটুন শহরে।

বছর দুয়েক আগে গলায় বেল্টের ফাঁস লাগানো অবস্থায় ১৮ বছরের তরুণী ব্রিটনি গার্গোলের লাশ উদ্ধার হয়। খুনে ব্যবহৃত অস্ত্র পেলেও তখন খুনির সন্ধান পায়নি পুলিশ।

সন্দেহের তালিকায় থাকলেও তার বান্ধবী রোজের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। সম্প্রতি রোজের ফেসবুক পোস্টে ব্রিটনির সঙ্গে তার একটি সেলফি দেখে পুলিশ। সেখানে ব্রিটনিকে খুনের অস্ত্র সেই বেল্টই রোজের কোমরে দেখতে পায় পুলিশ। তারপরই তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে রোজ স্বীকার করেছেন, দুজনের মধ্যে বাকবিতণ্ডার পর রেগে গিয়ে সে খুন করে ব্রিটনিকে। তবে আচমকা খুন করে ফেলার পর তিনি আত্মগ্লানিতেও ভুগেছিলেন।

ad

পাঠকের মতামত