192881

হকারদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলা, তাই ছুঁটে গিয়েছিলাম বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জের চাষাড়ায় মঙ্গলবার হাকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পরের দিন তা নিয়ে সাফাই গেয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। তার দাবি সংঘর্ষের সময় ঘটনাস্থলে না গেলে অনেকের অস্তিত্ব সংকটে পড়তো।

বুধবার বিকালে শামীম ওসমান তার সমর্থক ও সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি দাবি করেন, বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে হকারদের উপর হামলা করা হয়েছিল। তাই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ঘটনাস্থলে গেছেন।

সংবাদ সম্মেলনে বিতর্কিত এ আওয়ামী লীগ নেতা আরো বলেন, তিনি হকারদের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফুটপাথে বসার কথা বলেছেন। এর মধ্যে হকারদের সঙ্গে আলাপ করে স্থানীয় প্রশাসনকে হকারদের বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

নিজের বক্তব্যে জোর দিয়ে তিনি বলেন, ‘যে যাই বলুক হকারদের বিপক্ষে যাবেন না।’

নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেসময় অস্ত্র উঁচিয়ে তেড়ে গেলে গণধোলাইয়ের শিকার হন শামীম ওসমানের সমর্থক নিয়াজুল।
উৎসঃ পূর্বপশ্চিম

ad

পাঠকের মতামত