192630

কান দিয়ে বেলুন ফোলান তিনি!

কখনও কাউকে কান দিয়ে বেলুন ফোলাতে দেখেছেন? অবশ্যই দেখেননি। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যিনি এই আশ্চর্যজনক কাজটি করেছেন।

ভারতের সোনভদ্রের লোসড়া গ্রামের বাসিন্দা মনিশঙ্কর পান্ডে শুধুমাত্র কান দিয়ে বেলুন ফোলাতে বিশেষজ্ঞ নয়, কিন্তু কান থেকে ফুঁ দিয়ে মোমবাতিও নেভাতে পারেন।

মণিশঙ্করের কাছে এই কাজটি করা সম্ভব ছিল না। এই আশ্চর্যজনক কাজের পিছনে রয়েছে তাঁর কয়েক বছরের অনুশীলন। তিনি বলেছেন, বহু বছর ধরে অনুশীলনের পর তিনি এই কাজটি করতে পেরেছেন। কান দিয়ে বেলুন ফোলানো হলো তার বা হাতের বিষয়।

বেলুন ফোলানোর আগে তিনি দীর্ঘ নিংশ্বাস নিয়ে বুকে হাওয়া ভরে নেন। এরপর নাক বন্ধ করে কান দিয়ে হাওয়া বের করতে থাকেন। এরফলে বেলুন সেইভাবে ফুলতে থাকে যেভাবে মুখ দিয়ে ফোলে।

যখন তাঁর এলাকায় কোনও উৎসব হয়। তখন অনুষ্ঠানে শিল্প প্রদর্শন করার জন্য আমন্ত্রণ করা হয়। এখন অন্যান্য জেলা থেকে লোক তাঁর এই ভিন্ন কীর্তি দেখতে আসেন।

তাঁর পরিবার জানিয়েছেন, মণিশঙ্কর যদি উৎসাহ পান তাহলে লিম্কা বুক এবং গিনেস বুক নাম তুলতে পারবেন। এত দক্ষতা রয়েছে নতুন রেকর্ড তৈরি করতে পারবেন।

দেখুন সেই অদ্ভুত ভিডিওটি:

ad

পাঠকের মতামত