192471

পিঁয়াজের দাম ৮০ টাকা, মন্ত্রী বললেন স্বাভাবিক

সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের স্থানীয় বাজারে পিয়াঁজের মূল্য স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশী পিঁয়াজ বাজারে আসার ফলে পিঁয়াজের মূল্য ক্রমশ হ্রাস পাচ্ছে।

সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুরের সদস্য মো. আবদুল্লা’র লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তোফায়েল জানান, সরকারের পক্ষ থেকে পিয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক হতে পিয়াঁজ আমদানি ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া পিয়াঁজের বিপনন ব্যবস্থায় সরকারের নজরদারী বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সরকারের তরফ হতে পিয়াঁজ আমদানীকারক ও ঢাকার বিভিন্ন পাইকারী বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত