192191

মার্চে চালু ফোরজি

চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল ফোন সেবা আগামী মার্চের শেষদিকে চালু হবে বলে জানালেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

রোববার বিকেলে সাংবাদিকদের ডেকে তিনি ফোরজির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য দেন।

চেয়ারম্যান বলেন, ফোরজি সেবার জন্য তরঙ্গের নিলাম হবে ১৩ ফেব্রুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে লাইসেন্স দেয়া শুরু হবে। আর এই সেবা আগামী মার্চের শেষ দিকে চালু হবে।

ফোরজির লাইসেন্স এবং তরঙ্গ নিলামের জন্য বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি নিয়ে রোববার দুপুরে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিজ্ঞপ্তির ওপর সৃষ্ট আইনি বাধা কেটে যায়।

এরপর বিকেলে ফোরজির সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সংবাদ সম্মেলন করে বিটিআরসি।

এর আগে গত বৃহস্পতিবার ওই আদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত।
গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল ফোরজির লাইসেন্সের জন্য আবেদন করেছে। এর মধ্যে সিটিসেলের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। বিটিআরসিতে আবেদন জমা দেয়ার শেষ দিন ছিল আজ দুপুর ১২টা পর্যন্ত।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরখাস্ত পেয়েছি। টেলিটক, সিটিসেল, বাংলালিংক, গ্রামীণফোন ও রবি আজিয়াটা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাবার পর ফোরজি সেবার লাইসেন্স ও তরঙ্গ নিলামের নীতিমালা ২৯ নভেম্বর হাতে পায় টেলিযোগাযোগ বিভাগ।

ad

পাঠকের মতামত