192077

‘মামলা নিচ্ছি, নিউজ করার দরকার নেই’

ডেস্ক রিপোর্ট : ঢাকার সাভারে ইলেকট্রিক ট্রান্সফরমার মেরামত ও তৈরির কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাতরা কারখানার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে।

শুক্রবার গভীর রাতে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ‘ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক কোম্পানি লিমিটেড’ কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবর্তন ডটকম’র প্রতিবেদনে কারখানার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান বলেন, গভীর রাতে ওই কারখানার ভেতরে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এরপর তারা কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে সবাইকে একটি রুমের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে।

ডাকাতরা কারখানার ৯ জনের বেতনের প্রায় নগদ এক লক্ষ ৮০ হাজার টাকাসহ কারখানার ট্রান্সফারমার মেরামতের মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।

সকালে কারখানার গৃহকর্মী এসে সবাইকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ডাকাতির বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা নিচ্ছি, তবে নিউজ করার দরকার নেই। আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত