191848

সাবধান সতর্কতা বিশ্ব জুড়ে! এই ২৫টি পাসওয়ার্ড ব্যবহার করবেন না

ইমেল, ফেসবুক থেকে অনলাইন ব্যাংকিং সবেতেই পাসওয়ার্ড দরকার। কিন্তু দুর্বল পাসওয়ার্ড বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্প্রতি এমনই ২৫টি পাসওয়ার্ড চিহ্নিত হয়েছে। সাবধান থাকা ভাল। উন্নত পাসওয়ার্ড দেওয়ার অভ্যাস তৈরি করতে ২০১৩ সাল থেকে ৫ মে বিশ্ব পাসওয়ার্ড দিবস পালন করা হচ্ছে। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করতে প্রচারও চালানো হচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। সম্প্রতি স্প্ল্যাশডাটা নামে একটি আন্তর্জাতিক সংস্থা খারাপ বা দুর্বল পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, ‘পাসওয়ার্ড’ ও ‘১২৩৪৫৬’ সবথেকে বেশি ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ড।

এমনই মোট ২৫টি পাসওয়ার্ডকে খারাপ বলে চিহ্নিত করেছে ওই সংস্থা। বলা হয়েছে, ২০১৫ সালে অনলাইন তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিভিন্ন ঘটনার উপরে ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে। 12345678, qwerty, 12345, 123456789, football, 1234 1234567 ,baseball, welcome, 1234567890, abc123, 111111, 1qaz2wsx, dragon, master, monkey, letmein, login, princess,  qwertyuiop, solo, passw0rd, starwars উৎস : এবেলা।

 

ad

পাঠকের মতামত