191990

সাংবাদিককে পুলিশের হুমকি: থানা পদক্ষেপ গ্রহন না করলে, আদালতে যেতে পারেন : ডিএমপি কমিশনার

থানায় একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে জিডি নেয়নি। তবে আইনের হাত কিন্তু অনেক লম্বা। আইনের অনেক স্তর রয়েছে। থানা যদি পদক্ষেপ গ্রহন না করে, তাহলে অভিযোগকারী কিন্তু আদালতে যেতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পল্টন কমিউনিটি সেন্টারে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘যদি কেউ বিপদে পড়ে থানায় যায় তাকে অবশ্যই সেবা দিতে হবে। এই নিয়ে গড়িমসি করলে তাকে থানায় রাখা হবে না। সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জঙ্গিসহ অন্যান্য অপরাধ যেভাবে আমরা দমন করছি, ঠিক সেভাবে আপনাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’

শীত বস্ত্র বিতরণের আগে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পুলিশ জীবন দিয়ে কাজ করছে। আপনাদের সামনের আমরা বৃটিশ আমলের পুলিশ না। না কোন পাকিস্তান হানাদারদের পুলিশ। আমরা বাংলাদেশের পুলিশ। আপনাদের ঘরের সন্তান। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। এসেছি মানুষ হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।’

এ সময় ডিএমপি’র মতিঝিল বিভাগের আয়োজনে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন পুলিশ কমিশনার। এছাড়াও ওয়ারী বিভাগের আয়োজনে রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে ১২০০ পিস কম্বল ও ৩০০ পিস শিশুদের শীতের কাপড় বিতরণ করেন কমিশনার। উৎস: আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত