191821

প্রচণ্ড ঠাণ্ডায় কুমিরও বরফ হয়ে যাচ্ছে!

এবারের প্রচণ্ড ঠাণ্ডায় শুধু মানুষ নয়, প্রাণীদের অবস্থাও বেশ কাহিল হয়ে পড়েছে। পুরো উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়াতেই এ ঠাণ্ডার রেশ যেন কমছে না। এ অবস্থায় মানুষের পাশাপাশি বিপদে পড়ে গেছে বন্য প্রাণীরাও।

মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি এ শীতল অবস্থার শিকার হয়েছে মানুষের পাশাপাশি কুমিররাও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যে দেখা গেছে প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাওয়া পানিতে কুমিরদের বেঁচে থাকার সংগ্রাম করতে।

পার্কটির কর্মকর্তারা দেখেন যে, কুমিরেরা পানি বরফ হয়ে গেলেও পানি থেকে ওঠেনি। বরং জমে যাওয়া পানির মধ্যে ডুবে থেকে শুধু নাকটি ওপরে রেখেছে। এতে করে তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে।

কুমিরগুলো পানির মধ্যে শীতনিদ্রায় রয়েছে বলে জানিয়েছেন পার্কটির কর্মীরা। ঠাণ্ডা কমে গিয়ে পানি যখন স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখন কুমিরদের ঘুম ভাঙবে বলে আশা করছেন তারা।

প্রচণ্ড ঠাণ্ডায় কুমিরগুলো এভাবে ঘুমিয়ে থাকায় তাদের দেহের বিপাক ক্রিয়াও ধীর হয়ে গেছে। এ সময় তাদের এনার্জি চাহিদা কমে যায় এবং খাবারেরও প্রায় প্রয়োজন হয় না।-সিএনএন

ad

পাঠকের মতামত