191745

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের জন্য ৫০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ সময় একটি মানবপাচার চক্রের সন্ধান পায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। ওই চক্রটির প্রধান হচ্ছে ‘এবং বাংলা’ নামে পরিচিত এক বাংলাদেশি।

শুক্রবার সকালে অভিযান চালিয়ে শাহ আলম এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য স্টার অনলাইন এ খবর দিয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক সেরি মুস্তাফার আলি বলেছেন, প্রায় একসপ্তাহ ধরে পর্যবেক্ষণ করে কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালান। ওই সময় সেখান থেকে ৫০জন বাংলাদেশিকে আটক করা হয়।

‘আটকদের বেশির ভাগেই ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত। তারা ঢাকা থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় গেছেন। এরপর সেখান থেকে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে তারা।’

মুস্তাফার বলেন, কয়েকজনের বয়স ২০ থেকে ৪৫। কালো তালিকাভুক্ত হওয়ায় তারা মালয়েশিয়ায় থাকতে পারবে না।

‘আটকদের বেশির ভাগই আগে অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েছিলেন। এজন্যই তারা কালো তালিকাভুক্ত হয়েছিলেন এবং মালয়েশিয়ায় নিষিদ্ধ হয়েছিলেন।’

অবৈধ বাংলাদেশিদের আটকের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। বাংলানিউজ

ad

পাঠকের মতামত