191647

কুয়েত ৩ লাখ ‘ভুয়া নাগরিকে’র বিরুদ্ধে অভিযানে নেমেছে

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে ১৩ লাখ নাগরিকের মধ্যে ৩ লাখই ভুয়া কাগজপত্রের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছেন এমন অভিযোগ করেছে দেশটির সরকার। কুয়েত পার্লামেন্টের একজন এমপির বরাতে গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এমপি সাফা আল হাশেম বুধবার কুয়েতের আল রাই পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে বলেন, আমরা প্রথমে ধারণা করেছিলাম ভুয়া নাগরিকদের সংখ্যা ৬২ হাজারের মতো হবে। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রমের পর মনে হচ্ছে এ সংখ্যা ৩ লাখের কাছাকাছি হবে।

ভুয়া নাগরিক চিহ্নিত করণে মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাফা আল হাশেম বলেন, ‘আমি এমন পদক্ষেপের প্রশংসা করি। এই কার্যক্রম আরও চালিয়ে যেতে হবে। অবৈধভাবে নাগরিকত্ব অর্জন করা ‘ইঁদুরদেরকে’ ধরতে হবে।’

সম্প্রতি এক সৌদি নাগরিককে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব অর্জনের দায়ে দণ্ড দেয়া হয়। এরপরই এ ধরনের ভুয়া নাগরিকদের খুঁজে বের করতে অভিযান শুরু করে কুয়েত সরকার। সন্দেহভাজন ব্যক্তিদেরকে ডেকে এনে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অভিযোগ আছে, কুয়েতি কর্মকর্তারা টাকার বিনিময়ে বিদেশিদেরকে বিভিন্ন ধরনের সরকারি কাগজপত্র সরবরাহ করে থাকেন।

বিদেশিদের বিতাড়িত করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে অভিযান চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শ্রমিকদের তাড়িয়ে নিজ দেশের নাগরিকদের জন্য চাকরির বাজার খালি করছে। এর মধ্যেই ‘ভুয়া নাগরিক’ অভিযোগ তুলে বিদেশিদের বিরুদ্ধে অভিযানে নামলো কুয়েত।

ad

পাঠকের মতামত