191723

অনশনে ১০৬ জন মাদ্রাসা শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন

চাকরি জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। অনশন করতে গিয়ে গত চার দিনে এ পর্যন্ত ১০৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন শিক্ষক চিকিৎসাধীন। পাশাপাশি অনশনস্থলেও অসুস্থ ১৮ জনকে স্যালাইন দেওয়া আছে। এছাড়া এখন পর্যন্ত ঢামেক থেকে তিন জনকে ছাড়পত্র দেওয়া। বাকিরা অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছেন।

সংগঠনটির সভাপতি কাজী রুহুল আমিন বলেন, চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। তিনি বলেন, ‘৩৪ বছর বিনাবেতনে চাকরি করে যাচ্ছি। আমাদেরও পরিবার আর ছেলেমেয়ে আছে। এখন আর পারছি না। আমরা যে মানবেতর জীবনযাপন করছি, সরকার কি সেই খোঁজ নিয়েছে? সরকারকে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে, না হয় মেরে ফেলতে হবে।’

উল্লেখ্য যে, গত ৯ জানুয়ারি থেকে চাকরি জাতীয়করণের দাবিতে অনশন করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কোনও আশ্বাস দেওয়া হয়নি। এদিকে অনশন করতে গিয়ে অসুস্থ হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। উৎস : বাংলা ট্রিবিউন

ad

পাঠকের মতামত