191491

অভিনেতা সিরাজ হায়দার সমাহিত হবেন বিক্রমপুরে

অভিনেতা সিরাজ হায়দার বৃহস্পতিবার ভোর ৬ টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গুণী এই অভিনেতার পুত্র নাট্য পরিচালক লেলিন হায়দার চ্যানেল আই অনলাইককে জানিয়েছেন, তার বাবার (সিরাজ হায়দার) দাফন হবে আজ বিকেলেই।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মিরকাদিমে। বাবা শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সেখানেই সমাহিত করা হবে আজ বাদ আসর। সেখানে পারিবারিক গোরস্তানে জানাজা শেষে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ সিরাজ হায়দারের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানান লেলিন হায়দার।

বুধবার মধ্য রাতে কল্যাণপুরের বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন সিরাজ হায়দার। সকালে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা। মৃত্যুকালে সিরাজ হায়দার স্ত্রী অভিনেত্রী মিনা হায়দার, দুই ছেলে, এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

ad

পাঠকের মতামত