191306

২৫৮ রানে থেমেছেন মুমিনুল হক

ত্রিদেশীয় সিরিজের আগে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন মুমিনুল হক। প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের সুযোগ না হওয়ায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরে যোগ দেন পয়েন্ট ডায়নামো খ্যাত এ তারকা। যোগ দিয়েই নিজের জাত চেনালেন তিনি। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ২৫৮ রানে থেমেছেন মুমিনুল হক।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে আজ বুধবার সকালে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুমিনুল হক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুমিনুলের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগেও ডাবল সেঞ্চুরি করেছিলেন কক্সবাজারের এ ক্রিকেটার। ২০১৫ সালের নভেম্বরে প্রথম দ্বিশতকের দেখা পেয়েছিলেন মুমিনুল। সেদিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে করেছিলেন ২৩৯ রান। আজ নিজেকেও ছাড়িয়ে গেলেন মুমিনুল। ৩৪৪ বলে ২৩ চার আর ৩ ছক্কায় ২৫৮ রানে আউট হয়েছেন এই বামহাতি ব্যাটসম্যান। ৪৮৪ মিনিট উইকেটে থাকার পর অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়তে হয় তাকে।

এদিকে মুমিনুলের দল ইসলামী ব্যাংক ইস্ট জোন প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৫৪৬ রান। প্রাইম ব্যাংক সাউথ জোনের পক্ষে আব্দুর রাজ্জাক ১৭৮ রানে নিয়েছেন ৬টি উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রকিবুল হাসান। বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় ৩১৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
গত বছরের ২৩ ডিসেম্বর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ত্রিপল সেঞ্চুরির রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছিলেন নাসির হোসেন। ২৯৫ রানে থামতে হয় তাকে।

২০১৩ সালে বগুড়ার মাঠে মার্শাল আইয়ুব সেন্ট্রাল জোন বনাম ইস্ট জোনের খেলায় ২৮৯ রান করেন।
অন্যদিকে ২০১৫ সালে বিকেএসপিতে বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম জোনের ম্যাচে ২৮২ রানে ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন।

ad

পাঠকের মতামত