191333

রাবির ছাত্রহল থেকে গভীর রাতে ছাত্রী আটক, অতপর…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের আবাসিক হলের কক্ষে গভীর রাতে অবস্থানের অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়,ছাত্র হলে অবস্থানকালে ওই ছাত্রীসহ আরও এক ছাত্রকে আটক করে হলের অন্য শিক্ষার্থীরা। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আটক ছাত্রটি ওই হলের আবাসিক শিক্ষার্থী।

শহীদ সোহরাওয়ার্দী হলের কয়েকজন ছাত্র জানায়, হলের একটি কক্ষে ওই দুই শিক্ষার্থী অবস্থান করছিল। এ সময় হলের অন্য ছাত্ররা বিষয়টি টের পেয়ে যায়। পরে তাদের জিম্মি করে ওই ছাত্ররা দুই হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্র বলেন, তারা গতকাল বিয়ে করেছেন। রাতের ট্রেনে ঢাকা যেতে চেয়েছিলেন। তাই হলের রুমে ব্যাগ নিতে যান। এ সময় সঙ্গে তার স্ত্রী ছিল। সর্বোচ্চ ১৫ মিনিট তারা সেখানে অবস্থান করেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আনিছুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সত্যতা নিশ্চিত হলে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত