191234

‘মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে চাই’

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন অভিনেতা ডিপজল। গতকাল দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে ডিপজল বলেন, ‘গতকাল আমি দেশে ফিরেছি। ২৯ ডিসেম্বর আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। এর মধ্যে শুধু চিকিৎসা নয়, মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম। আসার আগে ডাক্তার দেখিয়েছি। অনেক সুন্দর সময় কাটিয়েছি সেখানে।’

ডাক্তার কী বলেছেন—জানতে চাইলে ডিপজল বলেন, ‘এটা আসলে নিয়মিত চেকআপের অংশ, নভেম্বরে আমি হার্টের বাইপাস অপারেশন শেষে ঢাকায় ফিরেছিলাম। তারপর দুই মাসের মাথায় আবার যাওয়ার কথা ছিল। সেটাই দেখিয়ে এলাম। ডাক্তার এখনো কোনো সমস্যা পাননি। আমিও কোনো সমস্য অনুভব করছি না। শরীর অনেক ভালো আছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শরীর পরীক্ষার জন্য চার মাস পর আবারও সিঙ্গাপুর যাবেন বলে জানান ডিপজল। তবে এর মধ্যে ব্যস্ত থাকবেন নিজের কাজ নিয়ে। ডিপজল বলেন, ‘হাতে দুটো ছবি আছে, সেগুলো এখন শেষ করব। আশা করি, কিছুদিনের মধ্যে আরো নতুন ছবির ঘোষণা দেবো। এরই মধ্যে ছটকু আহমেদ ও এফআই মানিকের পরিচালনায় দুটি ছবির গল্পের কাজ চলছে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যেতে চাই।’

গত ১৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা ডিপজল। পরে ২০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানকার এক হাসপাতালে হার্টের অপারেশন হয় তাঁর।

ad

পাঠকের মতামত