190980

২০ দলীয় জোটের বৈঠক: ডিএনসিসি নির্বাচনে একক প্রার্থী

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে ২০ দলীয় জোট একক প্রার্থী দেবে। প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর অর্পন করেছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দরা।

সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। খালেদা জিয়া সভাপতিত্বে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

প্রায় ২ ঘন্টা ব্যাপী এ আলোচনায় মূলত ৩ টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে।

সিদ্ধান্তগুলো হলো: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী, জোট প্রধান খালেদা জিয়াকে মাইনাস করে বাংলাদেশে কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না, হলেও সেই নির্বাচনে জোট অংশগ্রহণ করবে না এবং এই মাসের মধ্যে পৃথক পৃথকভাবে আলেম ও আইনজীবীদের মহাসমাবেশ করা। এছাড়াও বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামীক ঐক্যে জোটের আব্দুর রকিব, খেলাফত মজলিসের আহমেদ আব্দুর কাদের, ন্যাপ ভাসানীর আজারুল ইসলাম, মজিয়তে ওলামা ইসলামের আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।

জোটের শরীক লেবার পার্টির মধ্যে নেতৃত্বের বিভক্তির কারণে তাদের কোন পক্ষ অথ্যাৎ মোস্তাফিজুর রহমান ইরান ও হামদুল্লাহ আল মেহেদীর পক্ষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০ দলীয় জোটের সাথে খালেদা জিয়ার বৈঠক হয়।

মঙ্গলবার নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলাম তার মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।

ad

পাঠকের মতামত