191084

তফসিল ঘোষণা ডিএনসিসি উপ-নির্বাচনের, ভোট ২৬ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির (উত্তর ও দক্ষিণ) নতুন ৩৬টি ওয়ার্ডের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি। বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে শূণ্য পদে এবং ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের ১৮ ওয়ার্ডের জন্য নির্বাচন কমিশনারের যুগ্ম-সচিব মোঃ আবুল কাশেমকে রির্টানিং অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদে নির্বাচনে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ পদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা হবে ১ হাজার ৩৪৯টি। আর সম্ভাব্য ভোটার সংখ্যা হবে ৭৫১৬। মোট ভোটার হবে ২৯ লাখ ৪৮ হাজার ৫১০।

ad

পাঠকের মতামত