190977

সবাই ব্যস্ত ওজন কমানোর কৌশল জানতে

বাড়তি ওজন নিয়ে চিন্তিত সবাই। এ বিষয়ে ডায়েটিং বা যোগব্যায়াম এমনকি ব্যায়ামাগারে গিয়ে অতিরিক্ত ওজন ঝরানোর চেষ্টার ত্রুটি নেই।

এই সমস্যা শুধু বাংলাদেশ বা তার পাশের দেশগুলোতেই নয়। এ সমস্যা বিশ্বব্যাপী। এমন তথ্যই দিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্চিন গুগল।

গুগল তাদের এক রিপোর্টে জানিয়েছে, চলতি বছরের প্রথম সপ্তাহে মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছে ওজন কমানো নিয়ে।
এছাড়া শীত সম্পর্কিত বিষয়েও মানুষের আগ্রহ ছিল প্রচুর যা গুগল সার্চে দেখা গেছে। গুগল বলছে, গত ৭ দিনে অসংখ্য ব্যবহারকারী উষ্ণ জায়গার সন্ধানে গুগলের দ্বারস্থ হয়েছেন। জানুয়ারির ১ তারিখ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছে এই সার্চ জায়ান্ট।

এদিকে গত বছর গুগলে যেসব বিষয় সার্চ করা হয়েছিল তার মধ্যে শীর্ষে ছিল হারিকেন ঝড় ইরমার নাম। ২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে প্রলয়ঙ্করী ঝড়টি যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। সার্চলিস্টে এরপরই ছিল যথাক্রমে আইফোন ৮ ও আইফোন এক্স।
গত বছর গুগলে সার্চ করা ব্যক্তিদের তালিকায় শীর্ষে ছিলেন ম্যাট লয়ার। মার্কিন এই সাংবাদিক ও টিভি উপস্থাপক তার সহকর্মীদের যৌন হয়রানি করার অভিযোগে বছর জুড়ে আলোচিত ছিলেন।

ad

পাঠকের মতামত