186706

জন্মদিনে যা যা করলেন শাবনূর

ঢালিউডের পাক্কা জুহুরি এতেহশাম রত্ন চিনতে ভুল করেন না। তার পরিচালিত ‘চাঁদনি রাতে’ দিয়ে শাবনূরের চলচ্চিত্রে অভিষেক। নামের অন্তর্নিহিত অর্থ ‘রাতের আলো’র মত চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল তারা হয়ে আজো ঝলমল। ৩৮তম জন্মদিন পার করলেন শাবনূর। তিনি বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে। তবু চলচ্চিত্রের মানুষরা তাকে ভুলেননি। তাই তো জন্মদিনের প্রথম প্রহরে তার বাসায় বসেছিল তারার হাট।

‘আনন্দ অশ্রু’র নায়িকা  বলেন, ‘কী বলবো আমি খুব খুব খুশি হয়েছি আমার সব বন্ধু-বান্ধবরা আমাকে উইশ করেছে। তারা আমার জন্য বিশাল এক কেক নিয়ে এসেছিল।’

চলচ্চিত্রের মানুষেরা আসেনি? ‘হ্যাঁ এসেছিলো তো। রিয়াজ, পপি, জায়েদ, অমিত, মুনমুন, অমিত হাসান, শাহনূরসহ অনেকেই এসেছে। কেক কেটেছে। ফুল দিয়েছে, গিফট দিয়েছে। সবাই আমাকে বারবার বলছে কবে আবার অভিনয়ে ফিরবো।’

শাবনূর বলেন, ‘আমি তো ফিরতেই চাই। কিন্তু আপনারা তো জানেন কিছু দিন আগে চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলাম। ওটার ধাক্কা এখনো সামালাচ্ছি। পুরোপুরি সুস্থ হলেই অভিনয়ে ফিরবো।’

জানালেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমাটি দিয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন।

জন্মদিনে সবাই প্রিয় খাবার রান্না করে— তবে শাবনূর এরকম কিছু করেননি বলে জানালেন।

তিনি বলেন, ‘আলাদা করে কিছু রান্না করা না হলেও মেহমানদের জন্য তো রান্না করা হচ্ছেই।’

কোথাও ওইভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান নেই বলেও জানালেন দুই দশক ঢালিউডে রাজত্ব করা এ নায়িকা।

২৯ ডিসেম্বর তার একমাত্র সন্তান আইজানের বয়স তিন বছর পূর্ণ হবে। তবে তার জন্মদিনের অনুষ্ঠান জানুয়ারিতে করবেন বলে জানালেন তিনি।

ad

পাঠকের মতামত