186572

পা হারানোর পর এবার ইসরায়েলি সেনার বুলেটে ঝাঁঝরা হলো সেই প্রতিবাদী

ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধে পা হারানোর পর এবার তাদেরই গুলিতে অবশিষ্ট থাকা প্রাণটাও দিলেন ইব্রাহিম আবু থুরায়ে নামের ২৯ বছরের সেই প্রতিবাদী যুবক।

শুক্রবারের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ দেন আবু থুরায়ে।তার সঙ্গে প্রাণ গেছে আরও ৪ ফিলিস্তিনির। এছাড়া ট্রাম্পের ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

শনিবার গাজায় তার জানাজায় তাই বিক্ষোভকারীদের স্লোগান উঠল ইসরায়েল আর আমেরিকাকে নিশানায় রেখেই। ‘জেরুসালেম আমাদের। ইসরায়েলকে তা কোনোভাবেই ছাড়ব না। ঘোষণা ফিরিয়ে নিতে হবে আমেরিকাকেও,’’ বলল জনতা। মৃত্যুর ঠিক দু’দিন আগে যা বলে গিয়েছিলেন ইব্রাহিম আবু থুরায়ে।

আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা যায়,২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধে দুই পা হারিয়েছিলেন এই ফিলিস্তিনি যুবক। তবে সেই প্রতিবন্ধকতাও দেশের প্রতি তার অকৃত্রিমকে ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে অন্যান্য ফিলিস্তিনির সঙ্গে তিনিও আন্দোলনে সরব হয়েছিলেন, ফেসবুকে ফিলিস্তিনি পতাকা হাতে তার ছবি ভাইরাল হয়। শুক্রবার বিক্ষোভেও অংশ নেন তিনি।

শুক্রবার বিক্ষোভ চলাকালে প্রথম গুলিটা লাগে ইব্রাহিমের মাথায়। এরপর দেখতেই দেখতেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার গোটা শরীর।

ad

পাঠকের মতামত