186566

ফেসবুকে নেত্রীদের সঙ্গে ছাত্রলীগ নেতারা আপত্তিকর!

ফেইসবুকে নারী নেত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ করছেন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। নেত্রীদের সঙ্গে বিতর্কিত ও অশ্লীল ছবি প্রকাশেরও অভিযোগ উঠেছে।

নারী নেত্রীদের সঙ্গে এমন আপত্তিকর কর্মকাণ্ডসহ নানা অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার ছাত্রলীগের ১৩ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৬ জনই সহ-সভাপতি। বাকিরাও উচ্চ পর্যায়ের নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে।

সংগঠন থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, বেলাল হোসেন রুবেল, লুবনা মনি, লিজা অক্তার, ইব্রাহিম সোহেল ও শওকত আলম রাফি, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আল আমিন রাজু, উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক, আল-আমিন নাদিম, সহ-সম্পাদক গোলাম রসুল রিফাত ও তৌহিদুল ইসলাম রণি এবং সদস্য আল মাহাদি জসিম ও সোহেল গাজী।

জানা গেছে, পাথরঘাটা ছাত্রলীগের কমিটিতে থাকা ওই নেতাদের অনেকেরই ছাত্রত্ব নেই। তারা ফেসবুকে নারী নেত্রীদের সাথে আপত্তিকর ও বিতর্কিত ছবি প্রকাশ করতেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কলেজ ছাত্রী ধর্ষণসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পাথরঘাটা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান সোহাগ জানান, তিনি এ অব্যহতির কথা শুনেছেন তবে কোন চিঠি হাতে পাননি।

ক্যাম্পাসলাইভ২৪

ad

পাঠকের মতামত