186271

উটের জন্য বিশ্বে প্রথম অত্যাধুনিক হাসপাতাল

উটের উন্নত চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সেখানে সকল ধরনের মেডিকেল যন্ত্রপাতিসহ বেশ কয়েকটি অপারেশন থিয়েটার এবং একদল বিজ্ঞ পশু চিকিৎসক রয়েছেন।
এ হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ৪০ মিলিয়ন দিরহাম এবং এর উদ্দেশ্য হল দেশের উটগুলোকে উন্নত চিকিৎসার আওতায় নিয়ে আসা।

দুবাই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উট। এ ছাড়াও দেশটির নাগরিকদের কাছেও উটের গুরুত্ব অনেক। দুবাইয়ের শহর বা গ্রামে উটের সুন্দরী প্রতিযোগিতাও বেশ জনপ্রিয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. আল বুলুশি বলেন, যুগ যুগ ধরে এ এলাকায় উটের বসবাস। তাই এ ঐতিহ্যবাহী পশুর রক্ষা ও উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এটি বিশ্ব সেরা প্রথম অত্যাধুনিক উট হাসপাতাল।

তিনি জানান, আমরা লক্ষ্য করলাম যে, শুধুমাত্র যথাযথ চিকিৎসা না পাওয়ায় উটের বংশবৃদ্ধি হচ্ছে না। এ হাসপাতালে একসঙ্গে ২০টি উটের অপারেশন করা যাবে।

ad

পাঠকের মতামত