186399

সাকিব ব্যাট-বল না করেও আজকের ম্যাচে যে সেরা পুরষ্কার জিতলেন

স্পোর্টস ডেস্ক: টি-টেন লিগে আজ দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় প্রথম প্লে-অফে বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হয় তামিম ইকবাল-শহীদ আফ্রিদিদের দল পাখতুনস। আর সেই ম্যাচে ৬ উইকেটে জয় পায় পাখতুনস।

দিনের দ্বিতীয় ম্যাচে রান সোয়া ৮টায় মাঠে নামে সাকিব আল হাসানের দল কেরালা কিংস ও টিম শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে মুনাভিরা(১৫), রাজাপাক্সা(২৬), জয়সুরিয়া(১) রানে আউট হন। তবে চান্দিমাল ৩৮ ও রামবুকভেল্লা ২০ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে সাকিবের দল।

১১৩ রানের লক্ষে ব্যাট করতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেন ওয়াল্টন এবং পরে তার সাথে যোগ দেন পোলারড কিন্তু ম্যাচের মধ্যে বৃষ্টি বাধায় খেলা কিছু সময় বন্ধ থাকার কারনে বৃষ্টি আইনে সাকিবদের নতুন লক্ষ দাড়ায় ৯২। ওয়াল্টনের ঝড়ো ২১ বলে ৪৭ এবং পোলারডের ১২ বলে ৪০ রানে ৮ উইকেটের বিশাল জয় পায় কেরালা কিংস।

এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন কিরণ পোলারড। এ ছাড়াও এই ম্যাচে এনার্জেটিক ক্রিকেটারের পুরুষ্কার জিতেছেন সাকিব আল হাসান। অবশ্য এই ম্যাচে বল এবং ব্যাট করার সুযোগ পাননি সাকিব।

ad

পাঠকের মতামত