186370

বোনের অধিকার ভাইয়ের সম্পদের ওপর : কী বলে ইসলাম

ইসলামী শরীয়তে ভাই-বোনদের উপার্জনের মধ্যে একে অপরের হক আছে কি না? যেমন আমাদের পরিাবারের সবাই একসাথে বসবাস করি। আমরা দুই ভাই চাকুরী করি আর এক ভাই লেখাপড়া করে। পরিবারের ভরণ-পোষণ আমরা দুই ভাই বহন করি।

পরিবারের ভরণ-পোষণের পর আমি কিছু টাকা সঞ্চয় করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমার এই সঞ্চয়ের উপর আমার অপর দুই ভাইয়ের হক/দাবী আছে কি না (যেমন আমি ৩ লাখ টাকা সঞ্চয় করেছি তারা এখান থেকে ১ লাখ করে পাবে কিনা)? অথবা এই টাকা দ্বারা আমি কোনো সম্পদ কিনলে তারা সেই সম্পদের সমান হকদার কিনা? নাকি আমি ইচ্ছা করলে তাদেরকে দিতে পারি বা নাও দিতে পারি? দয়া করে ইসলামী শরীয়াহ অনুযায়ী উত্তর দিবেন।

উত্তর : এ টাকা শুধু আপনার। এতে আপনার ভাই-বোনের কোনো অংশ নেই। আপনি ইচ্ছে করলে তাদের দিতেও পারেন। আবার নাও দিতে পারেন। তবে তাদের কেউ যদি কামাই করতে অক্ষম হয়, আর আপনার সহযোগিতা করার সামর্থ থাকে, তাহলে নিয়মমাফিক তাদের খরচ বহন করা উচিত। তবে আপনার নিজস্ব মেহনতে কামাই করা বস্তুতে তাদের মৌলিকভাবে কোন অধিকার নেই। সূত্র : আহলে হক মিডিয়া সার্ভিস

ad

পাঠকের মতামত