186227

মাশরাফি যা বললেন সেই ৫ কোটি টাকার গাড়ি নিয়ে! তিনি যে কতটা সাধারন তা ভাবতেই পারবেন না!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। এর পর থেকেই সংবাদ মাধ্যমে খবর বেড়িয়েছে শিরোপা জয়ী অধিনায়ককে ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ী উপহার দিচ্ছে রংপুরের ফ্র্যানঞ্চাইজি।

অবশ্য, রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, তার গাড়ীর প্রতি খুব বেশি আগ্রহ নেই। তার আগ্রহের পুরোটা জুড়েই বাইক। দূরের যাত্রায় গ্রামের বাড়ি নারাইলের পথে যাত্রা করেন মাশরাফি। রেঞ্জ রোভার পেলে সেখান পর্যন্তই যাবেন বলে জানিয়েছেন এই দেশ সেরা পেসার।

মাশরাফির ভাষ্যমতে, “অ্যালিয়েনে যদি নরাইল পর্যন্ত যেতে পারি, রেঞ্জ রোভার নারাইল পর্যন্তই যাবো। আমার কাছে এগুলো একই জিনিস। আমি এতো গাড়ীর শখ নেই। আমার আসলে বাইকের শখ অনেক বেশি।”

এদিকে, এবার চতুর্থ বারের মতো বিপিএলের শিরোপা হাতে নিয়েছেন মাশরাফি। বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জিতেছিলে তিনি। এরপর, তৃতীয় আসরে দল বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপার স্বাদ দিয়েছিলেন এই দেশ সেরা অধিনায়ক।

এবার, রংপুরে নাম লিখিয়েই শিরোপা জিতেছেন। মাশরাফি মনে করেন, শেষ দুই আসরে মানসিক ভাবে অনেক কঠিন সময় গিয়েছে তবে, এবার ফলাফল নিজেদের পক্ষে আসায় বেশ আনন্দিত তিনি। তাছাড়া, বিপিএলের প্রথম আসরে নিজের অভিজ্ঞতার স্মৃতি চারণ করেছেন মাশরাফি।

এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমবার বিপিএলের সেমিফাইনালে যখন আফ্রিদি-আজমলরা আসছিল, তখন ভালো লেগেছিল। কারণ, তখন তারা ক্যারিয়ারের সেরা সময় পার করছিল। দ্বিতীয়বার আমাদের দলই ছিল চ্যাম্পিয়ন হওয়ার মতো। শেষ দুই বছর অনেক কষ্ট হয়েছে। মানসিক ভাবে অনেক কঠিন সময় গিয়েছে। তবে, সব মিলিয়ে আপনি যখন ভালো ফলাফল পাবেন তখন অবশ্যই নিজের কাছে ভালো লাগবে।”

ad

পাঠকের মতামত