185955

৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার: এমএসএফ

মিয়ানমারের রাখাইনে আগস্টে সহিংসতা ছড়িয়ে পরার পর দেশটির সেনাবাহিনীর নিধনযজ্ঞে এক মাসে অন্তত ৬ হাজার ৭শ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এমন ভয়াবহ পরিসংখ্যান দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)।
বিবিসি এক খবরে জানায়, বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপরে করা এক জরিপ শেষে এই তথ্য জানায় দাতা সংস্থাটি।

এমএসএফ বলছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত এটি। মিয়ানমার সেনাবাহিনী ‌সন্ত্রাসবাদীদের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে।
এমএসএফ’এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দাতা সংস্থাটির জরিপে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গা মিয়ানমারে মারা যায়। এর মধ্যে অন্তত ৬ হাজার ৭’শ মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে পাঁচ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭৩০ জন।

মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্যে, নিহতের সংখ্যা ৪০০ যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গী।
সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত