186043

ফিলিস্তিনিদের প্রতি সমর্থণ অব্যাহত থাকবে : চীন

জেরুজালেমকে বিভিন্ন ধর্মাবলম্বীর আধ্যাত্মিক কেন্দ্র আখ্যা দিয়ে বুদ্ধিমত্তা ও আলোচনার মাধ্যমে এর সমাধানের প্রস্তাব দিয়েছে চীন। সেই সঙ্গে ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের প্রতি চীনের সমর্থণ অব্যাহত থাকবে বলেও জানান দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিং শাওয়াঙ্গ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কিং শাওয়াঙ্গ বলেন, চীন জেরুজালেম ইস্যুতে গভীর দৃষ্টি রেখেছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তার ব্যাপারেও চিন্তিত চীন। জেরুজালেমের ইস্যুটি খুবই স্পর্শকাতর বিষয়। ট্রাম্পের এ সিদ্ধান্ত পুণর্বিবেচনা করা উচিত। সকল সম্প্রদায়কেই আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফিলিস্তিনিদের তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়া উচিত।

এ সময় তিনি আরও বলেন, চীন একটি শান্তিপূর্ণ দেশ, শান্তি কামনা করে। তাই চীন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ব্যাপারেও গভীর উদ্বিগ্ন। দুই সম্প্রদায়কেই কোনো উদ্যোগ নেওয়ার আগে চিন্তাভাবনা করা উচিত।

ad

পাঠকের মতামত