185219

বৃষ্টির কারণে খেলা না হলে খেলার ফলাফল যা হবে?

স্পোর্টস ডেস্ক: দুইদিন ধরে শঙ্কাটা জেঁকে ছিল। ম্যাচের দিন রোববার সারাদিনের মেঘলা আকাশ স্বস্তি দেয়নি। দিনভর বৃষ্টি না আসায় টস-মাঠের লড়াই অবশ্য ঠিক সময়েই শুরু হয়। কিন্তু ম্যাচের বয়স ৭ ওভার পেরোতেই বিপিএলের অঘোষিত ‘সেমিফাইনালে’ বৃষ্টি হানা দিয়েছে।

মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে ব্যাট করছে মাশরাফীর দল। এক উইকেট হারিয়ে ৭ ওভারে ৫৫ রান তোলার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে খেলা থেমে যায়। পিচ কাভারে ঢেকে রাখা হয়েছে।

এলিমিনেটরে খুলনার বিপক্ষে ঝড় তুলে সেঞ্চুরি করা ক্রিস গেইল এদিন শুরুতেই ফিরেছেন। ১০ বলে ৩ রানে মেহেদীর স্পিনে তুলে মারতে যেয়ে মালিকের হাতে ক্যাচ দেন।

তবে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান জোনাথন চার্লস ঝড় তুলে সেটা পুষিয়ে দেয়ার চেষ্টা করছেন। ৪টি করে চার-ছয়ে ২৬ বলে ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গী ব্রেন্ডন ম্যাককালাম ৪ রানে ব্যাট করছেন।

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আপাতত খেলা থেমে আছে। ম্যাচ নির্দিষ্ট সময়ের পর শুরু হলে ওভার কাটা পড়ার সম্ভাবনা থাকবে। আর পরিত্যক্ত হলে তামিমের কুমিল্লার লাভ। গ্রুপপর্বের সর্বোচ্চ পয়েন্ট শিকারী তামিমের দল, পয়েন্টের সুবিধা নিয়েই ফাইনালে উঠে যাবে। ১২ ডিসেম্বর খেলবে সাকিবের ঢাকার বিপক্ষে।

ad

পাঠকের মতামত