185060

সত্যিকারের মৎস্য কন্যার জন্ম দিলো এক মা! পুরো ঘটনাটি ভীষণ হৃদয় বিদারক

পুরো ঘটনাটি ভীষণ হৃদয় বিদারক। মুসকুরা বিবি নামের ভারতীয় এক মা একটি মৎস্য কন্যার জন্ম দিয়েছিলো। কিন্তু তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। অবিকল রূপকথার মৎস্য কন্যার মতো দেখতে শিশুটি জন্মের ঘণ্টা চারেকের মাথায় ফিরে যায় না ফেরার দেশে। কলকাতায় বসবাসকারী ২৩ বছর বয়সী মুসকুরা এবং তার স্বামী দুজনই পেশায় দরিদ্র শ্রমিক।

তাই অভাবের তাড়নায় শিশুটির জন্মের আগ পর্যন্ত তারা কোনো আলট্রাসনোগ্রাফি কিংবা কোনো ভালো মাতৃত্য জনিত চিকিৎসা করাতে পারেনি।

কলকাতায় অবস্থিত সরকারি চিত্তরঞ্জন দেব সদন হাসপাতালে গত বুধবার (৬ ডিসেম্বর) শিশুটির জন্মের পর চিকিৎসকরা ঐ নবজাতকের লিঙ্গ সনাক্ত করতে ব্যর্থ হন। কারণ শিশুটির অপুষ্টিহীনতার কারণে অনেকটাই অপরিপক্ক ভাবে জন্ম নেয়।

তাছাড়া পা জোড়া একসঙ্গে আটকে থাকার জন্যও শিশুটির লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বুধবারের ঐ নবজাতক শিশুটি ভারতের দ্বিতীয় বারের মত জন্ম নেওয়া কথিত মৎস্য শিশু।

গত বছর (২০১৬ সাল) ভারতের উত্তর প্রদেশে জন্ম নিয়েছিলো ভারতের প্রথম মৎস্য শিশু। তবে ঐ শিশুটিও জন্মের মিনিট দশেকের মধ্যে মৃত্যুবরণ করে। চিকিৎসকদের মতে মৎস্য কন্যার আদলে জন্ম নেয়া শিশুদের বেঁচে থাকার সম্ভাবণা খুবই কম থাকে। সূত্র: ডেইলি মেইল।

ad

পাঠকের মতামত