184939

ভক্তদের চরম দুঃসংবাদ জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বিপিএলে ব্যাট ও বলে দারুণ খেলছেন । কখনও বল হাতে দলের হাল ধরছেন, কখনও দলের প্রয়োজনে ব্যাট হাতে নামছেন তিন নম্বরে। মাশরাফির অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স আফসোসের জন্ম দিয়েছে।আবার যদি ফিরতেন জাতীয় দলে। ব্যাট বলের দারুণ সার্ভিস তো বটেই, তার অধিনায়কত্বেও উপকৃত হতো দল।

অবসর ভেঙ্গে ফিরে আসুন মাশরাফি। চারদিকে এই দাবি। এই আকুতি। কিন্তু না, মাশরফি সাফ জানিয়ে দিলেন, অবসর ভেঙে আবার টি-টোয়েন্টি দলে ফেরার কোনো সম্ভাবনাই নেই। এটাই হচ্ছে ভক্তদের জন্য চরম দুঃসংবাদ।

শুক্রবার ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা এক কথায় বলে দিলেন, ‘না, এমন কোনো সম্ভাবনা নেই। সিদ্ধান্ত যেটা নিয়েছি, সেটা পরিবর্তন হবে না। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ঘন্টা দুয়েক আগে এ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি।

তার এ অবসরের পিছনে তৎকালীন কোচ হাথুরুসিংহের হাত ছিল বলে মনে করা হয়। মাশরাফি নিজে কিছু না বললেও অবসর নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।ভক্তদের চরম দুঃসংবাদ জানালেন মাশরাফি

ad

পাঠকের মতামত