184966

তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে : শাকিব

শাকিব-অপুর ডিভোর্স প্রসঙ্গ শেষ না হতেই নতুন করে শুরু হয়েছে তাদের দেনমোহর বিতর্ক। এবার বাস্তবেও কাবিন জটিলতায় তারকাদ্বয়।

কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। সময়টা ছিল ২০০৬ সাল। সময় এখন ২০১৭। শাকিব আর তার আইনজীবী বলছেন, কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা। আর অপুর দাবি, ১ কোটি ৭ লাখ টাকা।
বিষয়টি নিয়ে শাকিব বলেন, অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে। ৭ লাখ ১ টাকাকে সে উল্টে ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে। নিশ্চয়ই একটি রাউন্ড ফিগার হওয়ার কথা।

তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে।

অপরদিকে অপু বলছেন, যদিও আমার কাছে কাবিননামার কোনো কপি নেই, তারপরও মনে পড়ছে কাবিননামায় ১ কোটি ৭ লাখ টাকাই উল্লেখ ছিল। আমাকে ডিভোর্স দিলে এই অঙ্কের টাকাই দিতে হবে। অপর এক বক্তব্যে শাকিব খান বলেন, আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই। আইনই সব দেখবে। আমি এখন শুধু কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। আমার কাছে এখন কর্মজীবনই মুখ্য।

ad

পাঠকের মতামত