184831

মাশরাফি বাহিনীর চাই ১৬৮ রান

শুরু হয়ে গেছে নক-আউট পর্ব। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে দর্শকে পরিপূর্ণ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স বোলারদের দাপটের মাঝেও দুর্দান্ত ব্যাটিং করল খুলনা টাইটানসের ব্যাটসম্যানরা। কোনো হাফ সেঞ্চুরির ইনিংস না থাকলেও ছোট ছোট ইনিংসে অবদান রাখলেন প্রায় সবাই। নির্ধারিত ২০ ওভারে মাহমুদ উল্লাহ বাহিনীর সংগ্রহ দাঁড়াল ৬ উইকেটে ১৬৭ রান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করে খুলনা টাইটানস। দলীয় ২১ রানে নাজমুল হোসাইন শান্তকে (১৫) কট অ্যান্ড বোল্ড করে দেন সোহাগ গাজী। আফিফ হোসেনও ইনিংস বড় করতে পারেননি। মালিঙ্গার বলে বোল্ড হয়েছেন ১১ রান করে। খুলনার ইনিংসে তৃতীয় আঘাত হানেন নাজমুল ইসলাম। অধিনায়ক মাহমুদ উল্লাহর (২০) মহাগুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি।

একপ্রান্ত আগলে ব্যাট করছিলেন ওপেনার ক্লিঞ্জার। ২৬ বলে ২১ রানের ধীরগতির ইনিংস খেলে তিনি রবি বোপারার বলে বোল্ড হয়ে যান।
উইকেটে এসেই ক্যাচ তুলে দেন নিকোলাস পুরান। কিন্তু রবি বোপারা আর মাশরাফির ভুল বোঝাবুঝিতে ক্যাচটি হাতছাড়া হয়। জীবন পেয়ে পুরান আক্রমণাত্বক হওয়ার চেষ্টা করেন। আরিফুল হকও উইকেটে জমে গিয়েছিলেন। স্বভাবসুলভ শট খেলছিলেন। তার ৩০ বলে ২৯ রানের ইনিংসটি শেষ হয় রুবেল হোসেনের বলে বোপারার হাতে ধরা পড়ে। শেষ ওভারের প্রথম বলে পুরানকেও (২৮) এলবিডাব্লিউ করে দেন মালিঙ্গা। খুলনার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৭ রান।

ad

পাঠকের মতামত