184756

এবার সাপ মারলেই পাওয়া যাবে ৪০০০ টাকা!

বার্মিজ প্রজাতির পাইথনের যন্ত্রণায় সম্প্রতি একটি প্রকল্প ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ওয়াটার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।

জানা যায়, ১৮ বছর হলে যে কেউ এই পাইথন নিধন কর্মসূচিতে যোগ দিতে পারবেন। পারিশ্রমিকও নির্দিষ্ট। প্রথম চার ফুটের জন্য ৫০ ডলার পাওয়া যাবে যা বাংলাদেশি টাকায় ৪০০০। এরপরে ফুট পিছু ২৫ ডলার পাবেন সাপের হত্যাকারী। তবে গত পাঁচ বছরে বন্যপ্রাণী সংক্রান্ত কোনও অপরাধ করে থাকলে সে এই কর্মসূচিতে যোগ দিতে পারবেন না।

এ ব্যাপারে সাউথ ফ্লোরিডা ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ স্বীকার করছেন, ‘‌সাপের বাড়বাড়ন্ত কমাতে এই কর্মসূচি অত্যন্ত সফল। এখন পর্যন্ত ৭৪৩টি সাপ মারা সম্ভব হয়েছে।’‌

এই সাপগুলোর মধ্যে বেশ কয়েকটি সন্তান সম্ভবাও ছিল। জানা গেছে, সবচেয়ে বড় সাপ মেরে রেকর্ড করেছেন জ্যাসন লিওন।

এ প্রসঙ্গে সাপ শিকারী লিওন বলেছেন, তিনি যখন পাইথনটিকে দেখেন সেটি পানিতে ডুবে ছিল। তাকে সেখান থেকে তুলে মাথায় গুলি করে মারা হয়। গত সপ্তাহে তাঁর জমা দেওয়া সাপটি ১৭ ফুট লম্বা এবং ওজন প্রায় ৬৪ কেজি। মিয়ামি থেকে ৪০ মাইল দূরে একটি জঙ্গল থেকে এই সাপটি পাওয়া যায়। হোমস্টেড ফিল্ড স্টেশনে সাপটিকে মাপার জন্য আনা হয়।

ad

পাঠকের মতামত