184867

একাই ১৪টি ছক্কা! মাশরাফিকে দেওয়া সেই কথা রাখলেন গেইল

স্পোর্টস ডেস্ক: পিচ যাইহোক, পরিস্থতি যেমনই হোক। ক্রিস্টোফার হেনরি গেইল জ্বলে উঠলে সব সমীকরণই উবে যেতে বাধ্য। মিরপুরের ভরা গ্যালারির সামনে সেটাই হলো। রংপুর রাইডার্সের সবচেয়ে বড় নাম গেইল। কেন বড় নাম বুঝিয়ে দিয়েছেন আসল সময়ে। গেইলের তাণ্ডবে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স ।

রান তাড়ায় নেমে ৪৫ বলে গেইল তুলে নেন বিপিএলের ইতিহাসের নিজের চার নম্বর সেঞ্চুরি। এবারের আসরের এটিই প্রথম সেঞ্চুরি। তাতে চার ছয়টি আর ছক্কা মেরেছেন ১০টি। ৫১ বলে ১২৬ রানের ইনিংসে গেইল পরে মেরেছেন আরও চারটি ছক্কা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুর জিতেছে ৮ উইকেটে। খেলার জন্য তখনো বাকি ২৮ বল। ১৪ নম্বর ছক্কা মেরে খেলা শেষ করে গেইলের ভঙ্গিমা যেন এমন- ‘শেষ? আর রান বাকি নাই?’

আগের রাতে মাশরাফিকে বড় ইনিংস খেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন গেইল। কথাটা রেখেছেন গেইল। শুধু বড় ইনিংস নয়, বিধ্বংসী মেজাজে করেছেন ১২৬ রান, মাত্র ৫১ বলে (১৪টি ছক্কা) । সেঞ্চুরি করেছেন ৪৫ বলে (১০ টি ছক্কা ও ৬টি চার)। বিপিএলে এটা তার চার নম্বর সেঞ্চুরি।এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে খুলনা টাইটান্স। দাপুটে জিতে ১০ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকেট কনফার্ম করল রংপুর।

ad

পাঠকের মতামত