184652

ঢাকার মাঠে ‘মাস্ক’ পরে হাসান আলী, তবে কেন?

এবার ঢাকায় পাকিস্তানি ক্রিকেটার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার হাসান আলীকে মাস্ক পড়ে মাঠে নামতে দেখা গেল। যদিও এর আগে দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে মাস্ক পড়ে ভারতের বিপক্ষে প্রথমবারে মতো মাঠে নামতে দেখা গেছে লঙ্কানদের। এমনকি লঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল বায়ু দূষণের কারণে মাঠে বমিও করেছেন। ইতোমধ্যেই আইসিসি দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠানে স্থগিতাদেশ দিয়েছে।

আর এতে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে তাহলে ঢাকার বায়ু দূষণের কারণেই কি হাসান আলী মুখে মাস্ক পড়ে মাঠে নেমেছিলেন। কিন্তু অন্য কোনও ক্রিকেটারকে তো মাস্ক পড়ে মাঠে নামতে দেখা যায়নি। তবে কেন তিনি মাস্ক পড়ে মাঠে নামলেন। যদিও ঢাকার বাতাসও দিল্লির মতো ভীষণ দূষিত। কিন্তু মুখে মাস্ক পরার মতো পরিস্থিতি নিশ্চয় তৈরি হয়নি!

তবে হাসান আলী মাস্ক পড়ার কারণ স্পষ্ট করলেন ধারাভাষ্যকর আতাহার আলী খান। তিনি জানান, ‘আমরা শুনেছি ওর নাকি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা আছে। সে কারণে সে মাস্ক পরেছে। অন্য কিছু নয়। ’

আরেকটি সূত্র জানিয়েছে, হাসানের শ্বাসকষ্টের সমস্যা আছে। সে কারণেই মাস্ক পরেছেন। ফিল্ডিংয়ের সময় পরলেও ২৩ বছর বয়সী পাকিস্তানি পেসার বোলিং করেছেন মাস্ক খুলেই।

ad

পাঠকের মতামত